চট্টগ্রামে ক্যান্সার হাসপাতালের জন্য দৈনিক আজাদী পরিবারের এক কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
১২০ কোটি টাকা ব্যয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রস্তাবিত ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের জন্য দৈনিক আজাদী পরিবার এক কোটি টাকা অনুদান প্রদান করেছে।বৃহস্পতিবার(৪ফেব্রুয়ারি) চট্টগ্রামে ক্যান্সার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাতে অনুদানের চেক তুলে দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এই সময় সদ্য প্রাক্তন লায়ন গভর্নর মিসেস কামরুন মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সম্পাদক মিসেস পারিহা মালেক, নির্বাহী সম্পাদক শিহাব মালেক উপস্থিত ছিলেন।

আপনার ভালো লাগতে পারে এমন আরো কিছু খবর